S.D. Burman - Nitol Paye Rinik Jhinik Songtexte

Songtexte Nitol Paye Rinik Jhinik - S.D. Burman




মন ভাবে তারে,
এই মেঘলা দিনে।
শীতল কুয়াশাতে,
তার স্পর্শে।
মন ভাবে তারে,
এই মেঘলা দিনে।
শীতল কুয়াশাতে,
তার স্পর্শে।
তার রুমঝুম নুপুরের সাজে,
বাতাসে যেন মৃদু সুবাসে
নিটল পায়ে রিনিক-ঝিনিক পায়েলখানি বাজে...
মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে...
নিটল পায়ে রিনিক-ঝিনিক, পায়েলখানি বাজে...
মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে...
চাঁদের অধরে যেন,
তোমার হাসির মাঝে,
সোনালী আবেশে তবে,
সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে,
বেঁধে ছিলে বাঁধন
ভালোবাসা তবে কেন
মনের ওগোচরে
তুমি একি আমার বন্ধু, আজও কেন বোঝনি
তুমি একি আমার বন্ধু, কেন ভালোবাসনি
নিটল পায়ে রিনিক-ঝিনিক, পায়েলখানি বাজে...
মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে
নাচে... নিটল পায়ে রিনিক-ঝিনিক, পায়েলখানি বাজে...
মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে...
নিটল পায়ে রিনিক-ঝিনিক, পায়েলখানি বাজে...
মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে...



Autor(en): MEEERA DEB BURMAN, SACHIN DEV BURMAN


Attention! Feel free to leave feedback.