Songtexte Tomar Geeti Jagalo Smriti - Sagar Sen
তোমার
গীতি
জাগালো
স্মৃতি
নয়ন
ছলছলিয়া
বাদলশেষে
করুণ
হেসে
যেন
চামেলি-কলিয়া
তোমার
গীতি
জাগালো
স্মৃতি
নয়ন
ছলছলিয়া
সজল
ঘন
মেঘের
ছায়ে
মৃদু
সুবাস
দিল
বিছায়ে
না-দেখা
কোন
পরশঘায়ে
পড়িছে
টলটলিয়া
তোমার
গীতি
জাগালো
স্মৃতি
নয়ন
ছলছলিয়া
তোমার
বাণী-স্মরণখানি
আজি
বাদলপবনে
নিশীথে
বারিপতন-সম
ধ্বনিছে
মম
শ্রবণে
আজি
বাদলপবনে
সে
বাণী
যেন
গানেতে
লেখা
দিতেছে
আঁকি
সুরের
রেখা
সে
বাণী
যেন
গানেতে
লেখা
দিতেছে
আঁকে
সুরের
রেখা
যে
পথ
দিয়ে
তোমারি
প্রিয়ে
চরণ
গেল
চলিয়া
তোমার
গীতি
জাগালো
স্মৃতি
নয়ন
ছলছলিয়া
Attention! Feel free to leave feedback.