Sipra Basu - Sangi Je Ke Mon Ke Aamar Songtexte

Songtexte Sangi Je Ke Mon Ke Aamar - Sipra Basu




সঙ্গী যে কে মনকে আমার আজ দোলালো
কখন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো
সঙ্গী যে কে, কে, কে
স্বপ্ন তারে ভাবি যদি, সে রয় নয়নে
আপন করে তারে রাখি স্মৃতির চয়নে
তন্দ্রাহারা কখন সে ঘুম ভোলালো
কখন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো
সঙ্গী যে কে, কে, কে
বন্ধ দ্বারে কখন সে যে আঘাত করেছে
অন্ধকারে কখন যেন প্রদীপ ধরেছে
মগ্ন হয়ে কখন সে দুয়ার খোলালো
আপন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো
সঙ্গী যে কে মনকে আমার আজ দোলালো
কখন যে সে অজান্তে খুশির ঢেউ তোলালো
সঙ্গী যে কে, কে, কে



Autor(en): Mintoo Ghosh


Attention! Feel free to leave feedback.