Rabindranath Tagore feat. Srikanta Acharya & Rabindra Sangeet - Hey Nikhilo Bhara Dharan Songtexte

Songtexte Hey Nikhilo Bhara Dharan - Srikanta Acharya , Rabindranath Tagore




হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা,
হে বলদাতা মহাকালরথসারথি
হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা,
তব নামজপমালা গাঁথে রবি শশী তারা,
তব নামজপমালা গাঁথে রবি শশী তারা,
অনন্ত দেশ কাল জপে দিবারাতি
নিখিলভারধারণ বিশ্ববিধাতা,
হে বলদাতা মহাকালরথসারথি
নিখিলভারধারণ বিশ্ববিধাতা,





Attention! Feel free to leave feedback.