Subir Nandi - Hajar Moner Kache Songtexte

Songtexte Hajar Moner Kache - Subir Nandi




হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই, কিছু নেই
হাজার মনের কাছে প্রশ্ন রেখে-
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে, "প্রেম, সেই তো ফুলে যা সৌরভ"
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে, "প্রেম, সেই তো ফুলে যা সৌরভ"
আমি বলি, "মিছে সব মানুষের জন্য"
আমি বলি, "মিছে সব মানুষের জন্য"
ফুলের মতো মন
মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই, কিছু নেই
হাজার মনের কাছে প্রশ্ন রেখে-
নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল
হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল
নিজের হাতে গড়া স্বার্থের শৃঙ্খল
হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন, চেয়ে তারা ধন্য
যারা চায় চিরদিন, চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো
কিছু আর নেই
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই, কিছু নেই
হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই শুধু জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
প্রেম বলে কিছু নেই, কিছু নেই
হাজার মনের কাছে প্রশ্ন রেখে-



Autor(en): Subir Nandi



Attention! Feel free to leave feedback.
//}