Suchitra Mitra - Aji Kon Sure Bandhibo Songtexte

Songtexte Aji Kon Sure Bandhibo - Suchitra Mitra




আজি কোন সুরে বাঁধিব
দিন-অবসান-বেলারে
আজি কোন সুরে বাঁধিব
দীর্ঘ ধূসর অবকাশে
সঙ্গীজনবিহীন শূন্য ভবনে
কোন সুরে বাঁধিব
সে কি মূক বিরহস্মৃতি গুঞ্জরণে
তন্দ্রাহারা ঝিল্লিরবে
সে কি মূক বিরহস্মৃতি গুঞ্জরণে
তন্দ্রাহারা ঝিল্লিরবে
সে কি বিচ্ছেদরজনীর
যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে
কোন সুরে বাঁধিব
সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায়
সমবৃত দীর্ঘশ্বাসে
সে কি অবগুন্ঠিত প্রেমের কুন্ঠিত বেদনায়
সমবৃত দীর্ঘশ্বাসে
সে কি উদ্ধত অভিমানে উদ্যত উপেক্ষায়
গর্বিত মঞ্জীরঝঙ্কারে
আজি কোন সুরে বাঁধিব
দিন-অবসান-বেলারে
আজি কোন সুরে বাঁধিব
দীর্ঘ ধূসর অবকাশে
সঙ্গী জনবিহীন শূন্য ভবনে
কোন সুরে বাঁধিব




Attention! Feel free to leave feedback.