Songtexte Tomay Gaan Sonabo - Suchitra Mitra
তোমায়
গান
শোনাব
তোমায়
গান
শোনাব
তাই
তো
আমায়
জাগিয়ে
রাখ
ওগো
ঘুম-ভাঙানিয়া
তোমায়
গান
শোনাব
চমক
দিয়ে
তাই
তো
ডাক'
বুকে
চমক
দিয়ে
তাই
তো
ডাক'
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
তাই
তো
আমায়
জাগিয়ে
রাখ
ওগো
ঘুম-ভাঙানিয়া
তোমায়
গান
শোনাব
এল
আঁধার
ঘিরে,
পাখি
এল
নীড়ে
তরী
এল
তীরে
এল
আঁধার
ঘিরে,
পাখি
এল
নীড়ে
তরী
এল
তীরে
শুধু
আমার
হিয়া
বিরাম
পায়
নাকো
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
তাই
তো
আমায়
জাগিয়ে
রাখ
ওগো
ঘুম-ভাঙানিয়া
তোমায়
গান
শোনাব
আমার
কাজের
মাঝে
মাঝে
কান্নাহাসির
দোলা
তুমি
থামতে
দিলে
না
যে
আমার
কাজের
মাঝে
মাঝে
কান্নাহাসির
দোলা
তুমি
থামতে
দিলে
না
যে
আমার
পরশ
ক'রে
প্রাণ
সুধায়
ভ'রে
তুমি
যাও
যে
সরে
আমার
পরশ
ক'রে
প্রাণ
সুধায়
ভ'রে
তুমি
যাও
যে
সরে
বুঝি
আমার
ব্যথার
আড়ালেতে
দাঁড়িয়ে
থাক
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
তাই
তো
আমায়
জাগিয়ে
রাখ
ওগো
ঘুম-ভাঙানিয়া
তোমায়
গান
শোনাব
আমার
কাজের
মাঝে
মাঝে
কান্নাহাসির
দোলা
তুমি
থামতে
দিলে
না
যে
আমার
কাজের
মাঝে
মাঝে
কান্নাহাসির
দোলা
তুমি
থামতে
দিলে
না
যে
আমার
পরশ
ক'রে
প্রাণ
সুধায়
ভ'রে
তুমি
যাও
যে
সরে
আমার
পরশ
ক'রে
প্রাণ
সুধায়
ভ'রে
তুমি
যাও
যে
সরে
বুঝি
আমার
ব্যথার
আড়ালেতে
দাঁড়িয়ে
থাক
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
তাই
তো
আমায়
জাগিয়ে
রাখ
ওগো
ঘুম-ভাঙানিয়া
তোমায়
গান
শোনাব
চমক
দিয়ে
তাই
তো
ডাক'
বুকে
চমক
দিয়ে
তাই
তো
ডাক'
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব
ওগো
দুখজাগানিয়া
তোমায়
গান
শোনাব

1 Mala Hote Khose Pora
2 Chhinnyo Patar Sajai Tarani
3 Tumi Hothat Amar Bhese Asha Dhon
4 Sukhe Amay Rakhbe
5 Amar Sesh Paranir Kori
6 Baje Baje Ramyobeena
7 E Poth Gechhe Kon Khane Go
8 Bahire Bhul Bhangbe Jakhan
9 Ei Moumachhider Garchhara Ke Korechhe
10 Baje Re Baje Damaru Baje
11 Tomay Gaan Sonabo
Attention! Feel free to leave feedback.