Sumit Roy - Ami Chini Go Chini Tomare Songtexte
Sumit Roy Ami Chini Go Chini Tomare

Ami Chini Go Chini Tomare

Sumit Roy


Songtexte Ami Chini Go Chini Tomare - Sumit Roy




আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদ প্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি
তোমায় দেখেছি শারদ প্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি
হ্রদী মাঝারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া গান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া গান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী
সুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী



Autor(en): Rabindranath Tagore, Tapan Basu


Attention! Feel free to leave feedback.