Tahsan - Bishesh Karone Songtexte

Songtexte Bishesh Karone - Tahsan




কেউ জানে না
কেউ বোঝে না
কোন সে মায়ার টান
কেউ জানে না
কেউ বোঝে না
কোন আহবান
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই স্বপ্নে ভাসি
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি
জুড়ে থাকো সারাক্ষণ মন সীমানা
তোমার মাঝে হারাবার খুঁজি বাহানা
জুড়ে থাকো সারাক্ষণ মন সীমানা
তোমার মাঝে হারাবার খুঁজি বাহানা
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই স্বপ্নে ভাসি
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি
উড়ে আসে কিছু সুখ রোজ বাতাসে
তুমি নামের অনুভব চেনা আকাশে
উড়ে আসে কিছু সুখ রোজ বাতাসে
তুমি নামের অনুভব চেনা আকাশে
শুধু আমি জানি, শুধু আমি বুঝি
তাই স্বপ্নে ভাসি
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি
বিশেষ কারণে আমি তোমার কাছে আসি
বিশেষ কারণে আমি তোমায় ভালোবাসি



Autor(en): imran


Tahsan - Bishesh Karone
Album Bishesh Karone
Veröffentlichungsdatum
07-06-2019




Attention! Feel free to leave feedback.