Tahsan - Kichhu Shihoron Songtexte

Songtexte Kichhu Shihoron - Tahsan




গান গেয়ে আমি কি দিতে পারি?
এই সুরের মূর্ছনার আসলে কি অর্থ আছে?
পারে না নেভাতে দারিদ্র এই গান
পারেনা থামাতে যুদ্ধ এই গান
তবে আর কেন আমি করি গান?
দেখাতে স্বপ্ন এক সুন্দর পৃথিবীর।
আমরা স্বপ্নের জগতের কিছু মানুষ, কল্পনায় প্রতিদিন সুন্দর পৃথিবী গড়ি
পারিনা আমরা থামাতে যুদ্ধ
পারিনা আমরা নেভাতে দারিদ্র
তবে আর কেন আমরা করি গান?
দেখাতে স্বপ্ন এক সুন্দর পৃথিবীর
জাগাতে পারি মনের কোনে আশা
জ্বালাতে পারি অপূর্ব ভালোবাসা
আর পারি মুছে দিতে কষ্ট
দেহের গভীরে কিছু শিহরণ।।





Attention! Feel free to leave feedback.