Timir Biswas - Amar Temon Gaan Chhilo Na Songtexte

Songtexte Amar Temon Gaan Chhilo Na - Timir Biswas




আমার তেমন গান ছিল না
গানের ভেতর জল ছিল না
জলের ভেতর বর্ষারঙের ছাতা
জলের ভেতর বর্ষারঙের ছাতা
পাঁচিল ভাঙা রোদ ছিল না
রোদের সাতটি রঙ ছিল না
ছিল শুধু একটা সাদা খাতা
ছিল শুধু একটা সাদা খাতা
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল
কথার শেষে একটি চৌমাথা
কথার শেষে একটি চৌমাথা
তোমায় দেব ইচ্ছে ছিল
অতল অতল ইচ্ছে ছিল
ভিড়ের মাঝে গাছের বিষাদগাথা
ভিড়ের মাঝে গাছের বিষাদগাথা
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল
পথ বলতে সাঁকোই ছিল
পায়ের তলায় বন্যা ছিল
কথার শেষে একটি চৌমাথা
কথার শেষে একটি চৌমাথা
আমার তেমন গান ছিল না
গানের ভেতর জল ছিল না
জলের ভেতর বর্ষারঙের ছাতা
জলের ভেতর বর্ষারঙের ছাতা
পাঁচিল ভাঙা রোদ ছিল না
রোদের সাতটি রঙ ছিল না
ছিল শুধু একটা সাদা খাতা
ছিল শুধু একটা সাদা খাতা



Autor(en): Sumit Bandyopadhyay


Attention! Feel free to leave feedback.