Lyrics Phele Asha Din - Amit Kumar
ফেলে
আসা
দিন
আজ
ও
রঙিন
স্মৃতির
পাতায়
কখনো
কাদায়
কখনো
হাসায়
আমায়
এই
নিরালায়
ফেলে
আসা
দিন
আজ
ও
রঙিন
স্মৃতির
পাতায়
চলেছি
একা
যে
আমি
পথ
শুধু
বেদনার
হৃদয়ে
লেখা
যে
নাম
সে
তো
শুধু
তোমার
চলেছি
একা
যে
আমি
পথ
শুধু
বেদনার
হৃদয়ে
লেখা
যে
নাম
সে
তো
শুধু
তোমার
তোমার
ছোঁওয়া
তে
আমি
জীবন
খুঁজে
পাই
ফেলে
আসা
দিন
আজ
ও
রঙিন
স্মৃতির
পাতায়
কখনো
কাদায়
কখনো
হাসায়
আমায়
এই
নিরালায়
গাই
আমি
আজও
যে
গান
সুরে
সুরে
আমার
এ
প্রান
রেখে
গেছো
শুধু
তোমার
সে
মান
অভিমান
গাই
আমি
আজও
যে
গান
সুরে
সুরে
আমার
এ
প্রান
রেখে
গেছো
শুধু
তোমার
সে
মান
অভিমান
তোমাকে
পাওয়ার
আশায়
দিন
গুনে
যাই
ফেলে
আসা
দিন
আজ
ও
রঙিন
স্মৃতির
পাতায়
কখনো
কাদায়
কখনো
হাসায়
আমায়
এই
নিরালায়
হু
হু
হু
হু
হু
আহা
হা
হা
হা
হা
হা
আ
হু
হু
হু
হু
Attention! Feel free to leave feedback.