Anupam Roy feat. Subhamita - Bhalobasi Bhalobasi (From "Hothat Dekha") Lyrics

Lyrics Bhalobasi Bhalobasi (From "Hothat Dekha") - Anupam Roy , Subhamita



ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
দিবস রজনী তোমায়
দু'চোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি
দিবস রজনী তোমায়
দু'চোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি
অকারণে ডাকা
লুকিয়ে তোমাকে দেখা
অকারণে ডাকা
লুকিয়ে তোমাকে দেখা
উদাসী মনে খোলা দু'নয়নে
স্বপ্নে ভেসে যাই
দু'চোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি
পাশাপাশি চলা
চুপকথা কিছু বলা
পাশাপাশি চলা
চুপকথা কিছু বলা
হৃদয়ের বাঁধনে প্রথম ফাগুনে
কি কথা রেখে যাই!
দু'চোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি
দিবস রজনী তোমায়
দু'চোখে রেখে যে খুঁজে বেড়াই
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি
ভালোবাসি




Anupam Roy feat. Subhamita - Anupam Roy Special
Album Anupam Roy Special
date of release
24-11-2016



Attention! Feel free to leave feedback.