Arijit Singh - Akasheo Alpo Neel (From "Kabir") Lyrics

Lyrics Akasheo Alpo Neel (From "Kabir") - Arijit Singh




আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রং-মিছিল, ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যেফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছি মিছি মন কেমন, ছিলে না যখন
ভালোবাসা দিন কত টা রঙ্গিন
তা বুঝেছি তখন
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রং-মিছিল, ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যেফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছি মিছি মন কেমন, ছিলে না যখন
ভালোবাসা দিন কত টা রঙ্গিন
তা বুঝেছি তখন
সারাদিন ঠিকানাহীন
ঘুরে ফিরি কে বেদুইন
লুকিয়ে ডানার ক্ষত
তুমি নেই তা ভাবলেই
ব্যথা এসে দাঁড়াবেই
উঁচু মিনারের মতো
শুকনো পাতা কাঁপত একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে
শুকনো পাতা কাঁপত একা ডালে
গন্ধ খুঁজে ডুবেছি রুমালে
কেমন ছিলাম বুঝি এখন
কেমন ছিলাম বুঝি এখন
আকাশেও অল্প নীল
ভুল হতো অন্তমিল
একা একা রং-মিছিল, ছিলে না যখন
মুঠো ভরা মিথ্যেফোন
ফিরে আসা ডাকপিয়ন
মিছি মিছি মন কেমন, ছিলে না যখন
ভালোবাসা দিন কত টা রঙ্গিন
তা বুঝেছি তখন



Writer(s): Srijato


Attention! Feel free to leave feedback.