Arijit Singh - Aye Dekhe Jaa - translation of the lyrics into French

Lyrics and translation Arijit Singh - Aye Dekhe Jaa




Aye Dekhe Jaa
Aye Dekhe Jaa
আজকের সাদা গুলো কালো কাল
Les blancs d'aujourd'hui sont noirs demain
কালকের কালো গুলো পরশু ছাই,
Les noirs de demain seront cendres après-demain,
আজকের ভালো গুলো সব উধাও
Les bons d'aujourd'hui sont tous disparus
কালকের দিনগুলোয় ফিরতে চাই।
Je veux retourner aux jours de demain.
ধাঁধার মত জটিল জীবন
La vie, un puzzle complexe
বোঝাতে কি চায়,
Qu'essaie-t-elle de me dire ?
সাপের মতো প্রশ্ন হাজার
Des questions comme des serpents, des milliers
ঘিরে ঘিরে ধরছে আমায়.
M'entourent et me tiennent prisonnier.
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
Viens voir, le passé caché
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
Viens voir, les fondations se sont écroulées prématurément,
উড়তে চাওয়া যে মানা
L'envie de voler, qui m'est interdite
ভেঙে গিয়েছে দু'ডানা
S'est brisée en deux
আয় দেখে যা, দেওয়ালে থেকে গেছে পিঠ।
Viens voir, mon dos est collé au mur.
বিপদের নামতা পড়ে মাথায় চড়ে রাগ
La colère me frappe comme une multiplication des calamités
দু'হাতে কালসিটে আর মাথায় কালো দাগ,
Des traces noires sur les mains et sur la tête,
এখন আর ফিরবো না রে তুফান হলে হোক
Je ne reviendrai plus, même si la tempête arrive
সময়ের দুর্বিপাকে লালচে হলো চোখ।
Mes yeux sont rouges, pris dans le tourbillon du temps.
ভাবছি বসে কোন সে দোষে
Je me demande, assis, à quoi suis-je coupable
কোথায় হলো ভুল,
ai-je commis une erreur,
কাঁদতে মানা যতই জীবন
On me dit de ne pas pleurer, mais la vie
গুনে গুনে নিক না মাশুল।
N'arrête pas de me faire payer le prix.
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
Viens voir, le passé caché
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
Viens voir, les fondations se sont écroulées prématurément,
উড়তে চাওয়া যে মানা
L'envie de voler, qui m'est interdite
ভেঙে গিয়েছে দু'ডানা
S'est brisée en deux
আয় দেখে যা, দেয়ালে থেকে গেছে পিঠ।
Viens voir, mon dos est collé au mur.






Attention! Feel free to leave feedback.