Lyrics Aye Dekhe Jaa - Arijit Singh
আজকের
সাদা
গুলো
কালো
কাল
কালকের
কালো
গুলো
পরশু
ছাই,
আজকের
ভালো
গুলো
সব
উধাও
কালকের
দিনগুলোয়
ফিরতে
চাই।
ধাঁধার
মত
জটিল
জীবন
বোঝাতে
কি
চায়,
সাপের
মতো
প্রশ্ন
হাজার
ঘিরে
ঘিরে
ধরছে
আমায়.
আয়
দেখে
যা,
আড়ালে
লুকোনো
অতীত
আয়
দেখে
যা,
অকালে
নড়ে
গেছে
ভিত,
উড়তে
চাওয়া
যে
মানা
ভেঙে
গিয়েছে
দু'ডানা
আয়
দেখে
যা,
দেওয়ালে
থেকে
গেছে
পিঠ।
বিপদের
নামতা
পড়ে
মাথায়
চড়ে
রাগ
দু'হাতে
কালসিটে
আর
মাথায়
কালো
দাগ,
এখন
আর
ফিরবো
না
রে
তুফান
হলে
হোক
সময়ের
দুর্বিপাকে
লালচে
হলো
চোখ।
ভাবছি
বসে
কোন
সে
দোষে
কোথায়
হলো
ভুল,
কাঁদতে
মানা
যতই
জীবন
গুনে
গুনে
নিক
না
মাশুল।
আয়
দেখে
যা,
আড়ালে
লুকোনো
অতীত
আয়
দেখে
যা,
অকালে
নড়ে
গেছে
ভিত,
উড়তে
চাওয়া
যে
মানা
ভেঙে
গিয়েছে
দু'ডানা
আয়
দেখে
যা,
দেয়ালে
থেকে
গেছে
পিঠ।
Attention! Feel free to leave feedback.