Arijit Singh - Aye Dekhe Jaa - translation of the lyrics into Russian

Lyrics and translation Arijit Singh - Aye Dekhe Jaa




আজকের সাদা গুলো কালো কাল
Сегодняшнее белое завтра станет черным
কালকের কালো গুলো পরশু ছাই,
Завтрашний день будет черным,
আজকের ভালো গুলো সব উধাও
Хорошие вещи сегодняшнего дня
কালকের দিনগুলোয় ফিরতে চাই।
Я хочу вернуться завтра
ধাঁধার মত জটিল জীবন
Сложная жизнь, похожая на головоломку
বোঝাতে কি চায়,
Что это значит,
সাপের মতো প্রশ্ন হাজার
Тысячи змееподобных вопросов
ঘিরে ঘিরে ধরছে আমায়.
Я окружен.
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
Давай, прячь прошлое.
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
Посмотрите, что происходит, когда вы двигаетесь слишком быстро,
উড়তে চাওয়া যে মানা
Не желая летать
ভেঙে গিয়েছে দু'ডানা
Два крыла сломаны
আয় দেখে যা, দেওয়ালে থেকে গেছে পিঠ।
Посмотрите на заднюю часть стены
বিপদের নামতা পড়ে মাথায় চড়ে রাগ
Страх гнева
দু'হাতে কালসিটে আর মাথায় কালো দাগ,
Кальцит на обеих руках и черные пятна на голове,
এখন আর ফিরবো না রে তুফান হলে হোক
Я больше не вернусь, Рэй Туфан
সময়ের দুর্বিপাকে লালচে হলো চোখ।
Страдание времени ослепило мои глаза
ভাবছি বসে কোন সে দোষে
Интересно, кто из них виноват
কোথায় হলো ভুল,
Где что-то не так,
কাঁদতে মানা যতই জীবন
Как перестать плакать
গুনে গুনে নিক না মাশুল।
Не скучай по Нику
আয় দেখে যা, আড়ালে লুকোনো অতীত
Давай, прячь прошлое.
আয় দেখে যা, অকালে নড়ে গেছে ভিত,
Посмотрите, что происходит, когда вы двигаетесь слишком быстро,
উড়তে চাওয়া যে মানা
Не желая летать
ভেঙে গিয়েছে দু'ডানা
Два крыла сломаны
আয় দেখে যা, দেয়ালে থেকে গেছে পিঠ।
Посмотрите на заднюю часть стены






Attention! Feel free to leave feedback.