Lyrics Mayar Jeebon Jonaki - Arijit Singh
ও
মায়ার
জীবন
বন্ধু
বুঝবি
কী
তার
ছলচাতুরী
কাঁদায়
বা
কখনও
হাসায়
ও
মায়ার
জীবন
বন্ধু
বুঝবি
কী
তার
ছলচাতুরী
কাঁদায়
বা
কখনও
হাসায়
হাতের
মুঠোয়
কঠিন
সাঁতার
সাহস
পেলেই
নাগাল
পাবি
পায়ের
নিচে
মাটির
চোখ
ভার
বুকের
পাঁজর,
মনের
চাবি
বয়ে
চলা
নদী
কোনো
ভরসা
দিয়ে
নিই
কোনো
থামেনি
দৌড়
এখনও
থামেনি
দৌড়
এখনও
জোনাকি
এখনও
তো
জ্বলতে
বাকি
জোনাকি
(জোনাকি),
জোনাকি
এখনও
তো
জ্বলতে
বাকি
ও
অকূল
দরিয়ার
মাঝি
কি
করে
তুই
দিবি
পাড়ি
মন
দোলে
জোয়ার-ভাটায়
অকূল
দরিয়ার
মাঝি
কী
করে
তুই
দিবি
পাড়ি
মন
দোলে
জোয়ার-ভাটায়
বুকের
আগুনেতে
লুকিয়ে
লুকিয়ে
এখনও
আগুন
পোহাস
ফুরিয়ে
যেতে
যেতে
তুই
আবার
কেন
আবারও
ফিরে
ফিরে
চাস
কিছুটা
ঘরকুনো
ভেতরে
ইচ্ছেরা
গুমরে
মরছে
হাজার
সূর্য
উঠে
গেলে
সে
কথা
কানে
কানে
মনের
ঘুমকে
জানাস
ও
মায়ার
জীবন
বন্ধু
বুঝবি
কী
তার
ছলচাতুরী
কাঁদায়
বা
কখনও
হাসায়
ও
মায়ার
জীবন
বন্ধু
বুঝবি
কী
তার
ছলচাতুরী
কাঁদায়
বা
কখনও
হাসায়
হাতের
মুঠোয়
কঠিন
সাঁতার
সাহস
পেলেই
নাগাল
পাবি
পায়ের
নিচে
মাটির
চোখ
ভার
বুকের
পাঁজর,
মনের
চাবি
বয়ে
চলা
নদী
কোনো
ভরসা
দিয়ে
নিই
কোনো
থামেনি
দৌড়
এখনও
থামেনি
দৌড়
এখনও
জোনাকি
এখনও
তো
জ্বলতে
বাকি
জোনাকি,
জোনাকি
এখনও
তো
জ্বলতে
বাকি,
বাকি
Attention! Feel free to leave feedback.