Arijit Singh - Thik Emon Ebhabe - translation of the lyrics into Russian

Lyrics and translation Arijit Singh - Thik Emon Ebhabe




Thik Emon Ebhabe
Точно так же
ঠিক এমন এভাবে
Точно так же,
তুই থেকে যা স্বভাবে
Останься со мной, как обычно,
আমি বুঝেছি ক্ষতি নেই
Я понял, что нет вреда,
আর তুই ছাড়া গতি নেই
И без тебя нет движения.
ছুঁয়ে দে আঙুল
Прикоснись пальцем,
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
Расцветут цветы, тело промокнет,
কথা দেয়া থাক
Обещай,
গেলে যাবি চোখের বাইরে না
Что не уйдешь из виду.
ছুঁয়ে দে আঙুল
Прикоснись пальцем,
ফুঁটে যাবে ফুল, ভিজে যাবে গা
Расцветут цветы, тело промокнет,
কথা দেয়া থাক
Обещай,
গেলে যাবি চোখের বাইরে না
Что не уйдешь из виду.
তোরই মতো কোনও একটা কেউ
Кто-то, как ты,
কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়
Дает обещание, становится тенью,
তোরই মতো কোনও একটা ঢেউ
Волна, как ты,
ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়
Уносит меня далеко.
ছুঁয়ে দে আঙুল
Прикоснись пальцем,
ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা
Расцветут цветы, тело промокнет,
কথা দেয়া থাক
Обещай,
গেলে যাবি চোখের বাইরে না
Что не уйдешь из виду.
ছুঁয়ে দে আঙুল
Прикоснись пальцем,
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
Расцветут цветы, тело промокнет,
কথা দেয়া থাক
Обещай,
গেলে যাবি চোখের বাইরে না
Что не уйдешь из виду.
আটকে তোকে রাখতে চাইছি খুব
Я очень хочу удержать тебя,
সকালে আমার, বিকেলে আমার
Утром моим, вечером моим,
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ
Если ты не позовешь, я буду молчать,
দিনেতে আমার দুপুরে আমার
Днем моим, в полдень моим.
ঠিক এমন এভাবে
Точно так же,
তুই থেকে যা স্বভাবে
Останься со мной, как обычно,
আমি বুঝেছি ক্ষতি নেই
Я понял, что нет вреда,
আর তুই ছাড়া গতি নেই
И без тебя нет движения.
ছুঁয়ে দে আঙুল
Прикоснись пальцем,
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
Расцветут цветы, тело промокнет,
কথা দেয়া থাক
Обещай,
গেলে যাবি চোখের বাইরে না
Что не уйдешь из виду.
ছুঁয়ে দে আঙুল
Прикоснись пальцем,
ফুঁটে যাবে ফুল ভিজে যাবে গা
Расцветут цветы, тело промокнет,
কথা দেয়া থাক
Обещай,
গেলে যাবি চোখের বাইরে না
Что не уйдешь из виду.





Writer(s): Prasen


Attention! Feel free to leave feedback.