ARK - Riski Class Nine Lyrics

Lyrics Riski Class Nine - AR-K



রিস্কি ক্লাস নাইন
রিক্সা ভাড়া বাচিয়ে হেটে হেটে স্কুলে যাওয়ার দিন,,,,,
যে দিন ভর করেছিলো মাথায়, শয়তানের জিন,,,,
আমার জামার পকেটে রাখা, গচ্ছিত থারটিন,,,
দশ টাকা আর ফেম্বর পোস্টার, তিন টাকার কোন আইস্ক্রিম,,
পাচ মিনিট পরে ক্লাসে গিয়ে বললাম, স্যার মে আই কামিং,,,,
স্যার বললো দেরি হলো কেন, দাড়িয়ে থাকো কান ধরে মিনিট দু তিন,,,
সেঞ্জোসেফ স্কুল বলেই কি এত রিতি নিতি আইন,,,,
আসলে তা নয় বন্ধু এযে, রিস্কি ক্লাস নাইন (৪),,,
আমার ধরমো বইটা বেচে সিনেমা দেখতে যাওয়ার দিন,,,
প্রিয় ছিল রাজ্জাক, আলমগির, শাবানা, ববিতার এক কিং,,,
আমার ব্যাগের পকেটে রাখা দ্যা ডোরস কি ইছ কুইন,,,
মাজায় খোরচা খনিয়ে বলতাম আমি স্কুল কিং,,,
ক্লাসে পজিশান ছিল,, আমার মাত্র ৩৬,
পড়াশোনা ভাল লাগে না এটা,, খুবি বাজে জিনিস,,,,,
আমায় বেশি স্নেহ করতেন মিস্টার জি মল্লিক,, হেড টিচার।।
কারন, স্কুলের এসেম্বিলিতে গাইতাম আমি জাতীয় সংগিত,,,
ক্লাস নাইন টেনে টেনে টেনে টেনে, যখন টেনে পৌছেছি,,
পরাশোনার চাপে আমি, পাগল হয়ে গেছি,,,
টিচার ভাল না, ওই টিচার সাজেশন দেয় বেশি বেশি,,,
চল বন্ধু সবাই মিলে ওই টিচারের কাছে পড়ি,,,
চল বন্ধু সবাই মিলে নিরাপদ স্যারের কাছে পড়ি,,,
চল বন্ধু সবাই মিলে অজিত স্যারের ব্যাচে পড়ি,,
চল বন্ধু সবাই মিলে জলোধর স্যারের কাছে পড়ি,,,
চল বন্ধু সবাই মিলে নাছির স্যারের ব্যাচে পড়ি,,
সাজেশনের জোরে টেনে টুনে বড়জোর ফাস্ট ডিভিশান,,,
তবু এর সাথে জানিয়েছে সবাই, কংগ্রাচুলেশন,,
বলেছে এত টুকু পড়াশোনা এর চেয়ে কাজ অনেক ভালো,,
আমি বলি এমন ভালতো চাইনি কখনো,,,
শুধু ফিরে পেতে চাই, সেই ফেলে আসা দিন,,,,
ফিরে পেতে চাই এইট টু সিক্স, ফিরে পেতে চাই এইট টু নাইন,, বার





Attention! Feel free to leave feedback.