Arnob - Amar Hariye Jawa Lyrics

Lyrics Amar Hariye Jawa - Arnob




আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের বনে
আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের বনে
আমার পাট হয়েছে চুলের সিঁথি আর শার্ট
তোর ঝাট পড়েনি দুদিন ঘরের কোণে
আমার পাট হয়েছে চুলের সিঁথি আর শার্ট
তোর ঝাট পড়েনি দুদিন ঘরের কোণে
তুমুল কালো মেঘ...
আমার সময় হলো অন্তবিহীন পথ
তোর সময় হলো নীরব যন্ত্রনা
আমার সময় হলো অন্তবিহীন পথ
তোর সময় হলো নীরব যন্ত্রনা
আমার একেলা, একেলা কেবল লাগে
আমার একেলা, একেলা কেবল লাগে
তোকে ভীড় করেছে বিচ্ছিরি মন্ত্রনা...
আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ
তোর হারিয়ে যাওয়া কাশের বনে
আমার হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘ...



Writer(s): arnob, toufique


Arnob - Chaina Bhabish
Album Chaina Bhabish
date of release
14-09-2017





Attention! Feel free to leave feedback.