Arnob - Megh Bolechhe - translation of the lyrics into Russian

Lyrics and translation Arnob - Megh Bolechhe




মেঘ বলেছে যাবো যাবো
মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই
রাত বলেছে যাই
সাগর বলে, "কূল মিলেছে, আমি তো আর নাই'
সাগর বলে, "কূল মিলেছে, আমি তো আর নাই'
মেঘ বলেছে যাবো যাবো
মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই
রাত বলেছে যাই
দুঃখ বলে, "রইনু চুপে, তাঁহার পায়ের চিহ্নরূপে"
দুঃখ বলে, "রইনু চুপে, তাঁহার পায়ের চিহ্নরূপে"
দুঃখ বলে, "রইনু চুপে, তাঁহার পায়ের চিহ্নরূপে"
দুঃখ বলে, "রইনু চুপে, তাঁহার পায়ের চিহ্নরূপে"
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই
মেঘ বলেছে যাবো যাবো
মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই
রাত বলেছে যাই
ভুবন বলে, "তোমার তরে আছে বরণমালা"
ভুবন বলে, "তোমার তরে আছে বরণমালা"
গগন বলে, "তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা"
গগন বলে, "তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা"
প্রেম বলে যে, "যুগে যুগে তোমার লাগি আছি জেগে"
প্রেম বলে যে, "যুগে যুগে তোমার লাগি আছি জেগে"
প্রেম বলে যে, "যুগে যুগে তোমার লাগি আছি জেগে"
প্রেম বলে যে, "যুগে যুগে তোমার লাগি আছি জেগে"
মরণ বলে, "আমি তোমার
মরণ বলে, "আমি তোমার
জীবনতরী বাই"
জীবনতরী বাই"
মেঘ বলেছে যাবো যাবো
মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই
রাত বলেছে যাই
সাগর বলে, "কূল মিলেছে, আমি তো আর নাই"
সাগর বলে, "কূল মিলেছে, আমি তো আর নাই"
মেঘ বলেছে যাবো যাবো
মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই
রাত বলেছে যাই





Writer(s): Srabani Sen, Rabindranath Tagore


Attention! Feel free to leave feedback.