Lyrics Megh Bolechhe - Arnob
মেঘ
বলেছে
যাবো
যাবো
রাত
বলেছে
যাই
সাগর
বলে,
"কূল
মিলেছে,
আমি
তো
আর
নাই'
মেঘ
বলেছে
যাবো
যাবো
রাত
বলেছে
যাই
দুঃখ
বলে,
"রইনু
চুপে,
তাঁহার
পায়ের
চিহ্নরূপে"
দুঃখ
বলে,
"রইনু
চুপে,
তাঁহার
পায়ের
চিহ্নরূপে"
আমি
বলে
মিলাই
আমি
আর
কিছু
না
চাই
মেঘ
বলেছে
যাবো
যাবো
রাত
বলেছে
যাই
ভুবন
বলে,
"তোমার
তরে
আছে
বরণমালা"
গগন
বলে,
"তোমার
তরে
লক্ষ
প্রদীপ
জ্বালা"
প্রেম
বলে
যে,
"যুগে
যুগে
তোমার
লাগি
আছি
জেগে"
প্রেম
বলে
যে,
"যুগে
যুগে
তোমার
লাগি
আছি
জেগে"
মরণ
বলে,
"আমি
তোমার
জীবনতরী
বাই"
মেঘ
বলেছে
যাবো
যাবো
রাত
বলেছে
যাই
সাগর
বলে,
"কূল
মিলেছে,
আমি
তো
আর
নাই"
মেঘ
বলেছে
যাবো
যাবো
রাত
বলেছে
যাই
![Arnob - Adheko Ghume](https://pic.Lyrhub.com/img/7/k/9/a/ipdjtna9k7.jpg)
Attention! Feel free to leave feedback.