Lyrics Nayane Swapno - Asha Bhonsle - Sylendra Singh
নয়নে
স্বপ্ন
আজকে
সন্ধ্যায়
কার
আসাতে
সত্যি
হলো
কি
করে
হলো
কেউ
জানে
না
জানি
শুধু
আমি
জানি
আকাশ
জুড়ে
আজ
রঙ
ছড়ালো
বাতাস
গানে
গানে
মন
ভরালো
তুমি
এলে
তাই
বলো
গো
তুমি
বলো
গো
আমায়
মন
হারালে
আজ
কে
কোথায়
সে
কথা
আমি
বলবো
না
তো
জানি
শুধু
আমি
জানি
তোমার
মনের
কথা
তুমি
তো
জানো
আমার
ও
কিছু
কথা
আছে
জমানো
আমি
কি
করে
বলি
তাই
তো
বলি
আমি
তোমায়
করোনা
লজ্জা
ভালোবাসায়
জানো
কি
তুমি
প্রেমের
ও
ভাষা
জানি
শুধু
আমি
জানি
Attention! Feel free to leave feedback.