Lyrics Khelbo Holi Rang Debo Na - Kavita Krishnamurthy , Asha Bhosle
খেলবো
হোলি,
রঙ
দেবো
না
খেলবো
হোলি,
রঙ
দেবো
না
তাই
কখনো
হয়?
খেলবো
হোলি,
রঙ
দেবো
না
তাই
কখনো
হয়?
এসো,
এসো,
বাইরে
এসো,
এসো
গো
এসো,
এসো,
বাইরে
এসো
ভয়
পেয়ো
না,
ভয়
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
খেলবো
হোলি,
রঙ
দেবো
না
তাই
কখনো
হয়?
খেলবো
হোলি,
রঙ
দেবো
না
তাই
কখনো
হয়?
এসো,
এসো,
বাইরে
এসো,
এসো
গো
এসো,
এসো,
বাইরে
এসো
ভয়
পেয়ো
না,
ভয়
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
লালে
লালে
আবীর
লালে
আকাশ
হলো
লাল
লালে
লালে
আবীর
লালে
আকাশ
হলো
লাল
বৃন্দাবনে
হোলি
খেলে
নন্দের
দুলাল
বৃন্দাবনে
হোলি
খেলে
নন্দের
দুলাল
শোনো,
শোনো,
গাইছে
সবাই,
শোনো
গো
শোনো,
শোনো,
গাইছে
সবাই
ফাগুনেরই
জয়
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
লুকোচুরি
চলবে
না
তো
আজকে
হোলির
দিনে
লুকোচুরি
চলবে
না
তো
আজকে
হোলির
দিনে
রঙ
খেলা
কি
জমে
বলো
আপন
মানুষ
বিনে
রঙ
খেলা
কি
জমে
বলো
আপন
মানুষ
বিনে
ছাড়বো
না
তো
আজকে
তোমায়,
ছাড়বো
না
ছাড়বো
না
তো
আজকে
তোমায়
নয়
কিছুতে
নয়
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
খেলবো
হোলি,
রঙ
দেবো
না
তাই
কখনো
হয়?
খেলবো
হোলি,
রঙ
দেবো
না
তাই
কখনো
হয়?
এসো,
এসো,
বাইরে
এসো,
এসো
গো
এসো,
এসো,
বাইরে
এসো
ভয়
পেয়ো
না,
ভয়
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
এসেছে,
হোলি
এসেছে
Attention! Feel free to leave feedback.