Lyrics Mor Pathikere Bujhi Enechho - Ashoketaru Banerjee
মোর
পথিকেরে
বুঝি
এনেছ
এবার
মোর
করুণ
রঙিন
পথ
এসেছে
এসেছে
আহা
অঙ্গনে
এসেছে
মোর
দুয়ারে
লেগেছে
রথ
পথিকেরে
বুঝি
এনেছ
এবার
সে
যে
সাগরপারের
বাণী
মোর
পরানে
দিয়েছে
আনি
আহা,
তার
আঁখির
তারায়
যেন
গান
গায়
অরণ্যপর্বত
এসেছে
এসেছে
আহা
অঙ্গনে
এসেছে
মোর
দুয়ারে
লেগেছে
রথ
পথিকেরে
বুঝি
এনেছ
এবার
দুঃখসুখের
এ
পারে,
ও
পারে
দোলায়,
দোলায়
আমার
মন
কেন
অকারণ
অশ্রুসলিলে
ভরে
যায়
দু'নয়ন
ওগো
নিদারুণ
পথ,
জানি
জানি
পুন
নিয়ে
যাবে
টানি
আহা,
তারে
চিরদিন
মোর
যে
দিল
ভরিয়া
যাবে,
যাবে
সে
স্বপনবৎ
এসেছে
এসেছে
আহা
অঙ্গনে
এসেছে
মোর
দুয়ারে
লেগেছে
রথ
পথিকেরে
বুঝি
এনেছ
এবার

Attention! Feel free to leave feedback.