Babul Supriyo - Mashima Hitler Lyrics

Lyrics Mashima Hitler - Babul Supriyo



না.না... না.না... না.না... না.না.না.না...
না.না... (না...) না.না... (না...)
(...)
তামাক চলবেনা, মাংস খাওয়াও বারণ
জামা কাপর দুগ্ধ রোস্ত, পরিষ্কার উচ্চারণ
(...)
যদি ঘামের গন্ধ পেলো, ওমনি হবে কেলো
বাথরুমে পা রাখলে পরে, গা টা ধুয়ে ফেলো
আরে একি হলো গেরো, বাড়ী ন'টার মধ্যে ফেরো
একি হলো গেরো, বাড়ী ন'টার মধ্যে ফেরো
তবে জুটবে তোমার খানা ভারী, আজব ঠিকানা
শুধু না.না না না, না.না না না
নিয়মটা খিটকেল
শুধু না.না না না, না.না না না
নিয়মটা খিটকেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
আরে, মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
(...)
হাউ মাউ খাও, যদি বিড়ির গন্ধ পাও
এক্ষুনি যাও বাড়ীর বাইরে, করবোনা এলাউ
হিন্দি গান রিজেক্ট, করবো আমি কি যে
এঁটো কাটা ছগড়ি ছোলেই, গামছা পরো ভিজে
একি হলো গেরো, বাড়ী ন'টার মধ্যে ফেরো
একি হলো গেরো, বাড়ী ন'টার মধ্যে ফেরো
ঢুকতে দেবে তবে, গাছে জল দিয়ে যাও টবে
শুধু না.না না না, না.না না না
নিয়মটা খিটকেল
শুধু না.না না না, না.না না না
নিয়মটা খিটকেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
আরে, মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
মাসীমাতো নয় যেনো হিটলারের হোটেল
(পারিনা মাসীমা...)



Writer(s): ANINDYA CHATTERJEE


Babul Supriyo - Gotro
Album Gotro
date of release
30-08-2019




Attention! Feel free to leave feedback.