Bappi Lahiri feat. Anuradha Paudwal - Iman Balo Basant Balo Lyrics

Lyrics Iman Balo Basant Balo - Bappi Lahiri , Anuradha Paudwal



ইমন বলো বসন্ত বলো
তোমার জন্য সবই
বেহাগ বলো বাহার বলো
ভৈরবী বা পূরবী।।
ইমন বলো বসন্ত বলো
তোমার জন্য সবই
বেহাগ বলো বাহার বলো
ভৈরবী বা পূরবী
ইমন বলো বসন্ত বলো
তোমার জন্য সবই
বেহাগ বলো বাহার বলো
ভৈরবী বা পূরবী
আ... আ।।
আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়
সব রাগ রাগিনীতে, আমি তুমি ময়
আমার জয় জয়ন্তী, তোমারই তো জয়
সব রাগ রাগিনীতে, আমি তুমি ময়
আনন্দেরই অশ্রুতে মোর, মোল্লার আঁকে ছবি
বেহাগ বলো, বাহার বলো
ভৈরবী বা পূরবী
ইমন বলো বসন্ত বলো
তোমার জন্য সবই
বেহাগ বলো বাহার বলো
ভৈরবী বা পূরবী
আ... আ।।
আমি তোমাকে না নিয়ে, গাইবো কি গান
তুমি যে জীবন, তুমি যে পরান
আমি তোমাকে না নিয়ে, গাইবো কি গান
তুমি যে জীবন, তুমি যে পরান
ভালোবাসার গান রেখে যাক
আমার মনের কোণে
বেহাগ বলো বাহার বলো
ভৈরবী বা পূরবী
ইমন বলো বসন্ত বলো
তোমার জন্য সবই
বেহাগ বলো বাহার বলো
ভৈরবী বা পূরবী।।
আ... আ।।



Writer(s): BAPPI LAHIRI, PULAK BANERJEE


Bappi Lahiri feat. Anuradha Paudwal - Anutap (Original Motion Picture Soundtrack)
Album Anutap (Original Motion Picture Soundtrack)
date of release
22-10-1993



Attention! Feel free to leave feedback.