Lyrics Dushtu - Bratati Bandyopadhyay
তোমার
কাছে
আমিই
দুষ্টু
ভালো
যে
আর
সবাই
মিত্তিরদের
কালু
নিলু
ভারি
ঠাণ্ডা
ক-ভাই!
যতীশ
ভালো,
সতীশ
ভালো
ন্যাড়া
নবীন
ভালো
তুমি
বল
ওরাই
কেমন
ঘর
করে
রয়
আলো
মাখন
বাবুর
দু'টি
ছেলে
দুষ্টু
তো
নয়
কেউ
Gate-এ
তাদের
কুকুর
বাঁধা
করতেছে
ঘেউ
ঘেউ
পাঁচকড়ি
ঘোষ
লক্ষ্মী
ছেলে
দত্তপাড়ার
গবাই
তোমার
কাছে
আমিই
দুষ্টু
ভালো
যে
আর
সবাই
তোমার
কথা
আমি
যেন
শুনি
নে
কক্ষনোই
জামাকাপড়
যেন
আমার
সাফ
থাকে
না
কোনোই!
খেলা
করতে
বেলা
করি
বৃষ্টিতে
যাই
ভিজে
দুষ্টুপনা
আরো
আছে
অমনি
কত
কী
যে!
বাবা
আমার
চেয়ে
ভালো?
সত্যি
বলো
তুমি
তোমার
কাছে
করেন
নি
কি
একটুও
দুষ্টুমি?
যা
বল
সব
শোনেন
তিনি
কিচ্ছু
ভোলেন
নাকো?
খেলা
ছেড়ে
আসেন
চলে
যেমনি
তুমি
ডাক?
1 Biday
2 Jibansmriti Theke Recitation
3 Talgachh
4 Janmkatha
5 Chhoto Baro
6 Dushtu
7 Mastarbabu
8 Murkha
9 Biggo
10 Byakul
11 Swagata
12 Pujar Saj
13 Bichitra Saadh
14 Baaul
15 Khela Bhola
16 Rabibar
17 Annya Maa
18 Sangshyi
19 Prashna
20 Kagajer Nauka
21 Achalburi
22 Khapchhara
23 Bhajahari
Attention! Feel free to leave feedback.