Bratati Bandyopadhyay - Dushtu Lyrics

Lyrics Dushtu - Bratati Bandyopadhyay




তোমার কাছে আমিই দুষ্টু
ভালো যে আর সবাই
মিত্তিরদের কালু নিলু
ভারি ঠাণ্ডা ক-ভাই!
যতীশ ভালো, সতীশ ভালো
ন্যাড়া নবীন ভালো
তুমি বল ওরাই কেমন
ঘর করে রয় আলো
মাখন বাবুর দু'টি ছেলে
দুষ্টু তো নয় কেউ
Gate-এ তাদের কুকুর বাঁধা
করতেছে ঘেউ ঘেউ
পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে
দত্তপাড়ার গবাই
তোমার কাছে আমিই দুষ্টু
ভালো যে আর সবাই
তোমার কথা আমি যেন
শুনি নে কক্ষনোই
জামাকাপড় যেন আমার
সাফ থাকে না কোনোই!
খেলা করতে বেলা করি
বৃষ্টিতে যাই ভিজে
দুষ্টুপনা আরো আছে
অমনি কত কী যে!
বাবা আমার চেয়ে ভালো?
সত্যি বলো তুমি
তোমার কাছে করেন নি কি
একটুও দুষ্টুমি?
যা বল সব শোনেন তিনি
কিচ্ছু ভোলেন নাকো?
খেলা ছেড়ে আসেন চলে
যেমনি তুমি ডাক?



Writer(s): Rabindranath Tagore


Attention! Feel free to leave feedback.