Debabrata Biswas - Godhuli Gaganey Lyrics

Lyrics Godhuli Gaganey - Debabrata Biswas




গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
আমার যা কথা ছিল হয়ে গেল সারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
হয়তো সে তুমি শোন নাই
সহজে বিদায় দিলে তাই
হয়তো সে তুমি শোন নাই
সহজে বিদায় দিলে তাই
আকাশ মুখর ছিল যে তখন
ঝরোঝরো বারিধারা
ঝরোঝরো বারিধারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা
চেয়েছিনু যবে মুখে, তোলো নাই আঁখি
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি
চেয়েছিনু যবে মুখে, তোলো নাই আঁখি
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে
জনমের মতো হায় হয়ে গেল হারা
হয়ে গেল হারা
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা





Attention! Feel free to leave feedback.