Rabindranath Tagore, Debabrata Biswas - Kotha Je Udhao Lyrics

Lyrics Kotha Je Udhao - Debabrata Biswas




কোথায় যেও ধাওয়া ফুল
মোর প্রাণ উদাসী
আজি ভরায়া বাদলে
এত কোথায় যেও ধাওয়া ফুল
মোর প্রাণ উদাসী
আজি ভরায়া বাদলে
এত কোথায় যেও ধাওয়া ফুল
ঘন ঘন গুরু গুরু গর্জিছে
ঝর ঝর নামে
দিকে দিঘন্তে জলধারা
ঘন ঘন গুরু গুরু গর্জিছে
ঝর ঝর নামে
দিকে দিঘন্তে জলধারা
মন ছুটে শূন্যে শূন্যে অনন্তে
অশান্ত বাতাসে
কোথায় যেও ধাওয়া ফুল
মোর প্রাণ উদাসী
আজি ভরায়া বাদলে
এত কোথায় যেও ধাওয়া ফুল




Attention! Feel free to leave feedback.