Indranil Sen - Amra Milechhi Aaj Maayer Dake Lyrics
Indranil Sen Amra Milechhi Aaj Maayer Dake

Amra Milechhi Aaj Maayer Dake

Indranil Sen


Lyrics Amra Milechhi Aaj Maayer Dake - Indranil Sen




আমরা মিলেছি আজ মায়ের ডাকে
মিলেছি আজ মায়ের ডাকে
ঘরের হয়ে পরের মতন
ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?
মিলেছি আজ মায়ের ডাকে
মিলেছি আজ মায়ের ডাকে
প্রাণের মাঝে থেকে থেকে
"আয়" বলে ওই ডেকেছে কে?
প্রাণের মাঝে থেকে থেকে
"আয়" বলে ওই ডেকেছে কে?
সেই গভীর স্বরে উদাস করে
আর কে কারে ধরে রাখে?
মিলেছি আজ মায়ের ডাকে
মিলেছি আজ মায়ের ডাকে
যেথায় থাকি যে যেখানে
বাঁধন আছে প্রাণে প্রাণে
যেথায় থাকি যে যেখানে
বাঁধন আছে প্রাণে প্রাণে
সেই প্রাণের টানে টেনে আনে
সেই প্রাণের বেদন জানে না কে?
মিলেছি আজ মায়ের ডাকে
মিলেছি আজ মায়ের ডাকে
মান অপমান গেছে ঘুচে
নয়নের জল গেছে মুছে
মান অপমান গেছে ঘুচে
নয়নের জল গেছে মুছে
সেই নবীন আশে হৃদয় ভাসে
ভাইয়ের পাশে ভাইকে দেখে
মিলেছি আজ মায়ের ডাকে
মিলেছি আজ মায়ের ডাকে
কত দিনের সাধনফলে
মিলেছি আজ দলে দলে
কত দিনের সাধনফলে
মিলেছি আজ দলে দলে
আজ ঘরের ছেলে সবাই মিলে
দেখা দিয়ে আয় রে মাকে
মিলেছি আজ মায়ের ডাকে
মিলেছি আজ মায়ের ডাকে
ঘরের হয়ে পরের মতন
ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?
মিলেছি আজ মায়ের ডাকে
মিলেছি আজ মায়ের ডাকে





Attention! Feel free to leave feedback.