Kabir Suman feat. Anjan Dutt & Somlata Acharyya Chowdhury - Jagorane Jay Bibhabori Lyrics

Lyrics Jagorane Jay Bibhabori - Anjan Dutt , Kabir Suman , Somlata Acharyya Chowdhury




জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি?
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি?
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
যার লাগি ফিরি একা একা
আঁখি পিপাসিত, নাহি দেখা
তারই বাঁশি, ওগো, তারই বাঁশি
তারই বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি
কী যে শুনি তাহা কে বা জানে
বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি
কী যে শুনি তাহা কে বা জানে
এই হিয়া ভরা বেদনা তে
বারি ছলছল আঁখি পাতে
এই হিয়া ভরা বেদনা তে
বারি ছলছল আঁখি পাতে
ছায়া দোলে, তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি
জাগরণে যায় বিভাবরী
আঁখি হতে ঘুম নিল হরি
কে নিলো হরি?
মরি মরি
জাগরণে যায় বিভাবরী...



Writer(s): Rabindranath Tagore




Attention! Feel free to leave feedback.