Kanak Chapa - Chad Bole Ogo Tumi Lyrics

Lyrics Chad Bole Ogo Tumi - Kanak Chapa




আকাশের মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই-বা তুমি এলে...
আকাশের মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই-বা তুমি এলে...
তোমার স্মৃতির পরশও ভরা,
অশ্রুনিয়ে গাঁথব মালা,
নাই বা তুমি এলে...
আকাশের মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই-বা তুমি এলে...
সেই শেফালিরো সনে
চুপি চুপি কথা
মন বাতায়নে সুরের জাল গাঁথা
আধো লাজে আধো ভয়ে
আধো লাজে আধো ভয়ে
আমি কিছু বলিনিতো, তুমি কিছু জাননিতো
না বলার, না জানার ব্যাথা
রয়ে গেছে মনে মনে।
জীবনের এই নিভেযাওয়া প্রদীপটুকু
নাই বা জ্বলে,
নাই বা তুমি এলে...
সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে,
ভুলে যেও ওগো সবই চিরতরে,
আমার গোপনও ব্যাথা...
আমার গোপনও ব্যাথা,
তুমি কভু জেনোনাগো
আমায় কভু চেয়ো নাগো
না জানার, না চাওয়ার ব্যাথা,
মুছে যাবে কোন ক্ষণে...
সমাধিরও পরে ঝরা বকুল মালা
নাই বা দিলে
নাই বা তুমি এলে...
তোমার স্মৃতির পরশও ভরা,
অশ্রুনিয়ে গাঁথব মালা,
নাই বা তুমি এলে...
আকাশের মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই বা তুমি এলে...
আকাশের মিটি মিটি তারার সাথে কইব কথা,
নাই বা তুমি এলে...





Attention! Feel free to leave feedback.
//}