Lyrics Megh Balika - Kishore Kumar
তুমি
সাগরের
স্রোতে
ভেসে
যাওয়া
বুকে
সাক
কখনো
শ্রাবনে
ভেজা
শালিকের
ডাক
তুমি
এঁটে
কাদা
জলে
বরষায়
ভেজা
মেঘবালিকা,
তুমি
মেঘবালিকা"
।।
হয়তো
শিশির
ভেজা
সোনালী
সকাল
নিমিশে
মেঘে
ঢাকা
বিষাদ
বিকাল
দুরের
আকাশে
ওঠা
রংধনু
তুমি
আমার
এ
হৃদয়
তুমি
করেছো
অবাক।
তুমি
সাগরের
স্রোতে
ভেসে
যাওয়া
বুকে
সাক
কখনো
শ্রাবনে
ভেজা
শালিকের
ডাক
তুমি
এঁটে
কাদা
জলে
বরষায়
ভেজা
মেঘবালিকা,
তুমি
মেঘবালিকা"
।
Attention! Feel free to leave feedback.