Manna Dey - Lal Neel Sabujeri Mela Lyrics

Lyrics Lal Neel Sabujeri Mela - Manna Dey



লাল নীল সবুজেরই মেলা বসেছে
লাল নীল সবুজেরই মেলা রে
আয় আয় আয় রে ছুটে
খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে
বেলুন চড়ে চল চলে যাই
রূপকথারই রাজ্যে
পায়রা ভুতুম হুতুম প্যাঁচা
সঙ্গে যাবে আজ যে
বেলুন চড়ে চল চলে যাই
রূপকথারই রাজ্যে
পায়রা ভুতুম হুতুম প্যাঁচা
সঙ্গে যাবে আজ যে
হাঁইয়ো হাঁই, আয় রে ভাই
হাঁইয়ো হাঁই, আয় রে ভাই
ভাসাই মেঘের ভেলা রে
আয় আয় আয় রে ছুটে
খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে
লাল নীল সবুজেরই মেলা বসেছে
লাল নীল সবুজেরই মেলা রে
আয় আয় আয় রে ছুটে
খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে
যদি মানুষগুলো ফুল হতো রে
মজা হতো, তাই না?
তোরাই যে সব ছোট্ট কুঁড়ি
আর কিছু তো চাই না
যদি মানুষগুলো ফুল হতো রে
মজা হতো, তাই না?
তোরাই যে সব ছোট্ট কুঁড়ি
আর কিছু তো চাই না
তোদের নিয়ে কাটুক নাহয়
তোদের নিয়ে কাটুক নাহয়
আমার গানের বেলা রে
আয় আয় আয় রে ছুটে
খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে
লাল নীল সবুজেরই মেলা বসেছে
লাল নীল সবুজেরই মেলা রে
আয় আয় আয় রে ছুটে
খেলবি যদি আয়
নতুন সে এক খেলা রে



Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar


Manna Dey - Chirodiner (Original Motion Picture Soundtrack)
Album Chirodiner (Original Motion Picture Soundtrack)
date of release
01-12-1969




Attention! Feel free to leave feedback.