Lyrics Geet Sangeet Amar - Mrinal Banerjee feat. Kumar Sanu
গীত
সঙ্গীত,
গীত
সঙ্গীত
গীত
সঙ্গীত
আমার
গীত
সঙ্গীত
আমার
এই
দুনিয়ায়
অনেক
রকম
নামী
দামী
জিনিস
আছে
পয়সা
টাকায়
সবই
মেলে
গান
মেলে
না
সবার
কাছে
তাই
সঙ্গীত
গীত
সঙ্গীত
আমার
গীত
সঙ্গীত,
গীত
সঙ্গীত
গীত
সঙ্গীত
আমার
গীত
সঙ্গীত
আমার
তুচ্ছ
যে
তাই
পয়সা-টাকা
গান
বিনে
যে
সবই
ফাঁকা
ও
তুচ্ছ
যে
তাই
পয়সা-টাকা
গান
বিনে
যে
সবই
ফাঁকা
গান
সবারে
আনন্দ
দেয়
দূরকে
যে
গান
আনে
কাছে
তাই
সঙ্গীত
গীত
সঙ্গীত
আমার
গীত
সঙ্গীত,
গীত
সঙ্গীত
গীত
সঙ্গীত
আমার
গীত
সঙ্গীত
আমার
রয়
কি
সুখে
ধনীরা
সব
ওই
যে
বড়ো
দালান
বাড়ি
গানের
কাছে
তুচ্ছ
স্বপন
নিত্য
নতুন
গাড়ি
শাড়ি
গানেই
যে
শান্তি
গানেই
যে
সুখ
গান
গেয়ে
তাই
ভোলে
যে
দুঃখ
গান
সবারে
আপন
করে
গানের
সুরে
মন
যে
নাচে
তাই
সঙ্গীত
গীত
সঙ্গীত
আমার
গীত
সঙ্গীত,
গীত
সঙ্গীত
গীত
সঙ্গীত
আমার
গীত
সঙ্গীত
আমার
Attention! Feel free to leave feedback.