Lyrics Tui Boro Beiman - Neru , Syed Rajon
আমার
সাধের
রঙিন
স্বপ্নো
গুলা
কাইরা
নিলো
কে
আমারে
ভুইলা
গিয়া
ভালোই
আছে
সে
আমার
অগোছালো
জীবনটা
গোছাই
দিবো
কে
হারানো
সব
ভালোবাসা
দে
ফিরাইয়া
দে
ভুইলা
গেলি
আমারে
তুই
নতুন
কোনো
টানে
কষ্ট
গুলা
উঁড়াই
দিলাম
কইয়া
গানে
গানে
কইয়া
গানে
গানে.
তুই
বড়
বেঈমান
রে
বন্ধু
তুই
বড়
বেঈমান
না
বুঝিয়া
তোর
প্রেমেতে
দিলাম
মনো
প্রান
তুই
বড়
বেঈমান
রে
বন্ধু
তুই
বড়
বেঈমান
ভুল
বুঝিয়া
তোর
প্রেমেতে
দিলাম
মনো
প্রান।
বেঈমান
হইয়া
গেলি
বন্ধুরে
তুই
কথা
রাখলি
না,
কেমন
আছি
আমি
একটা
বারও
খবর
নিলি
না।
জীবন
নামের
ঐ
চলতি
পথে
চাক্কা
করলি
লিক,
একটা
কোনায়
পইরা
আছি
আমি
হারাইয়া
সব
দিক।
এহন
কোন
দিকে
আমি
যামু
কোন
খানে
তুই
আছোচ,
নতুন
কাউরে
পাইয়া
তুই
কি
আমায়
ভুইল্লা
গেছোচ।
তুই
তো
ভুইলা
গেছোচ
আমায়
আমি
ভুলতে
পারি
না,
তুই
কি
ভাবছোচ
আমি
তোরে
এহন
ভালোবাসি
না।
ঠিক
আছে
ভালা
থাক
তুই
আমায়
ছাইড়া,
সারা
জীবন
আমি
যামু
তোরে
ভালোবাইসা।
না
না
এইডাই
হইবো
আমায়
ভালোবাসিস
না,
তোর
মতো
তুই
থাকিস
আমায়
আর
তুই
ডাকিস
না।
তুই
বড়
বেঈমান
রে
বন্ধু
তুই
বড়
বেঈমান,
না
বুঝিয়া
তোর
প্রেমেতে
দিলাম
মনো
প্রান।
তুই
বড়
বেঈমান
রে
বন্ধু
তুই
বড়
বেঈমান,
না
বুঝিয়া
তোর
প্রেমেতে
দিলাম
মনো
প্রান।
তুই
বড়
বেঈমান
রে
বন্ধু
তুই
বড়
বেঈমান,
ভুল
বুঝিয়া
তোর
প্রেমেতে
দিলাম
মনো
প্রান।
Attention! Feel free to leave feedback.