Lyrics Oblique - Oblique
তোমার
মাঝে
লুকিয়ে
রাখা
স্পর্শ
হয়ে
থমকে
থাকা
দুঃস্থ
বর্ণমলিন
কাগজে
ছায়াপথ
আঁকড়ে
ধরে
রাখা
অন্ধ,
ক্লান্ত,
ব্যস্ত
থাকা
বাহুতে
মরচে
পড়া
সহজে
আমি
বন্ধ
ঘরেই
ছিলাম
ভালো
আমি
ভণ্ড
সেজেই
ছিলাম
ভালো
আকাশপানে
যদি
চেয়ে
থাকো
আমায়
তুমি
জানিয়ে
রেখো
আমি
হন্যে
হয়ে
আর
হাঁটবো
না
নগরে
সীমানায়
দাঁড়িয়ে
থেকো
তুমি
স্বস্তি
সত্যি
খুঁজে
নেবো
আমি
যদি
দেখা
হয়
অন্য
কোন
প্রহরে
আমি
বন্ধ
ঘরেই
ছিলাম
ভালো
আমি
ভণ্ড
সেজেই
ছিলাম
ভালো"
1 Slave
2 This Is My
3 Stinky Girl
4 Oblique
5 Living In My Head
6 Satellite of Love
7 Popular
8 80's
9 I Just Wanna... Music
10 All We Want
11 My Favourite Place
12 Are You Satisfied?
Attention! Feel free to leave feedback.