Lyrics Madhur Madhur Dhwani Baje - Purba Dam
মধুর
মধুর
ধ্বনি
বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর
মধুর
ধ্বনি
বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর
মধুর
ধ্বনি
বাজে
নিভৃতবাসিনী
বীণাপাণি
অমৃতমুরতিমতী
বাণী
নিভৃতবাসিনী
বীণাপাণি
অমৃতমুরতিমতী
বাণী
হিরণকিরণ
ছবিখানি
পরানের
কোথা
সে
বিরাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর
মধুর
ধ্বনি
বাজে
মধুঋতু
জাগে
দিবানিশি
পিককুহরিত
দিশি
দিশি।
মধুঋতু
জাগে
দিবানিশি
পিককুহরিত
দিশি
দিশি।
মানসমধুপ
পদতলে
মুরছি
পড়িছে
পরিমলে
মানসমধুপ
পদতলে
মুরছি
পড়িছে
পরিমলে
এসো
দেবী
এসো
এ
আলোকে
একবার
তোরে
হেরি
চোখে
এসো
দেবী
এসো
এ
আলোকে
একবার
তোরে
হেরি
চোখে
গোপনে
থেকো
না
থেকোনা
থেকোনা
গোপনে
থেকোনা
মনোলোকে
ছায়াময়
মায়াময়
সাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর
মধুর
ধ্বনি
বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর
মধুর
ধ্বনি
বাজে
Attention! Feel free to leave feedback.