Purba Dam - Madhur Madhur Dhwani Baje Lyrics

Lyrics Madhur Madhur Dhwani Baje - Purba Dam



মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর মধুর ধ্বনি বাজে
নিভৃতবাসিনী বীণাপাণি
অমৃতমুরতিমতী বাণী
নিভৃতবাসিনী বীণাপাণি
অমৃতমুরতিমতী বাণী
হিরণকিরণ ছবিখানি
পরানের কোথা সে বিরাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর মধুর ধ্বনি বাজে
মধুঋতু জাগে দিবানিশি
পিককুহরিত দিশি দিশি।
মধুঋতু জাগে দিবানিশি
পিককুহরিত দিশি দিশি।
মানসমধুপ পদতলে
মুরছি পড়িছে পরিমলে
মানসমধুপ পদতলে
মুরছি পড়িছে পরিমলে
এসো দেবী এসো আলোকে
একবার তোরে হেরি চোখে
এসো দেবী এসো আলোকে
একবার তোরে হেরি চোখে
গোপনে থেকো না
থেকোনা থেকোনা গোপনে
থেকোনা মনোলোকে
ছায়াময় মায়াময় সাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে
মধুর মধুর ধ্বনি বাজে



Writer(s): Rabindranath Tagore


Purba Dam - Madhur Madhur Dhwani Baje
Album Madhur Madhur Dhwani Baje
date of release
31-12-1999




Attention! Feel free to leave feedback.