Indrani Sen - Tumi Robe Nirobe Lyrics

Lyrics Tumi Robe Nirobe - Rabindranath Tagore



তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমানিশীথিনী-সম
তুমি রবে নীরবে
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি ভরিবে গৌরবে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
মম দুঃখবেদন, মম সফল স্বপন
মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে



Writer(s): Rabindranath Tagore


Indrani Sen - Bhalobashi Bhalobashi
Album Bhalobashi Bhalobashi
date of release
07-01-2020



Attention! Feel free to leave feedback.