Rimita Mukherjee feat. Rupankar Bagchi - Dyakha Howbe Bole Lyrics

Lyrics Dyakha Howbe Bole - Rupankar Bagchi , Rimita Mukherjee



দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়া গুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসা কে।
ও, এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
একই ঘর, একই স্বর হয়ে ভাসছে হাওয়ায়।।
দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়া গুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসা কে।
এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়।।
চিলেকোঠাকে চিঠি লিখে পাঁচিল
আমরা সকলে স্বাক্ষী হয়ে আছি
এক দালানের রোদ পোহানোর শান্তি মেখে খাটে
যেখানে মন ভাত বেড়ে দেয় ভালোবাসার পাতে।
দেখা হবে বলে বারেবারে ছুটে আসা
চেনা চৌকাঠে চাওয়া গুলো ধুতে আসা
ছায়া পাবো বলে হাতে হাতে ছুঁতে আসা
ভালোবাসা কে।
এত মন এত জন মিলে স্বপ্ন দেখায়
একই ঘর, একই স্বর হয়ে ভাসছে হাওয়ায়।।



Writer(s): Indradip Das Gupta, Srijato Srijato


Rimita Mukherjee feat. Rupankar Bagchi - Samantaral (Original Motion Picture Soundtrack) - EP



Attention! Feel free to leave feedback.