Rupankar - Amar Hiyar Majhe Lyrics

Lyrics Amar Hiyar Majhe - Rupankar




আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাই নি॥
আমার সকল ভালোবাসায়
সকল আঘাত সকল আশায়
তুমি ছিলে আমার কাছে,
তোমার কাছে যাই নি॥
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়–
আনন্দে তাই ভুলেছিলেম,
কেটেছে দিন হেলায়।
গোপন রহি গভীর প্রাণে
আমার দু: খসুখের গানে
সুর দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই নি॥




Attention! Feel free to leave feedback.
//}