Rupankar - Neel Lyrics

Lyrics Neel - Rupankar




তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের আকাশ
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস
তুমি আঁকছ কেন
সেই রঙ্গিন ছবি
কেন দেখছো দূরের আকাশ
তুমি হাঁটছো কেন
একা একলা পথে
তবু পথটার একাই বসবাস
কেন শেষ বিকেলের
সে পড়ন্ত রোদে
তুমি গাইছো নতুন কোন গান
কেন জোছনা রাতে
রঙ্গিন ক্যানভাসে
তবু কাঁদছে তোমার অভিমান
স্বপ্ন দেখার সেই প্রিয় দিন
আজও রঙ্গিন অমলিন আরও নীল
দূরের আকাশ মেলছে ডানা শুভ্র গাঙ্গচিল
বৃষ্টির ফোঁটায় আঁকছি ছবি
সেই ধূসর কবিতায় আমি অন্ধ কবি
ভোরের আলোয় কবিতারা সব ছন্দে মাতাল(২)
কেন শেষ বিকেলের
সে পড়ন্ত রোদে
তুমি গাইছো নতুন কোন গান
কেন জোছনা রাতে
রঙ্গিন ক্যানভাসে
তবু কাঁদছে তোমার অভিমান




Attention! Feel free to leave feedback.