Lyrics Ami Je Gaan Gaai Jani Ne - Sagar Sen
আমি
যে
গান
গাই
জানি
নে
সে
কার
উদ্দেশে
আমি
যে
গান
গাই
জানি
নে
সে
কার
উদ্দেশে
যবে
জাগে
মনে
যবে
জাগে
মনে
অকারণে
চঞ্চল
হাওয়ায়
প্রবাসী
পাখি
উড়ে
যায়
সুর
যায়
ভেসে
কার
উদ্দেশে
আমি
যে
গান
গাই
জানি
নে
সে
কার
উদ্দেশে
ওই
মুখপানে
চেয়ে
দেখি
তুমি
সে
কি
অতীত
কালের
স্বপ্ন
এলে
নূতন
কালের
বেশে
ওই
মুখপানে
চেয়ে
দেখি
তুমি
সে
কি
অতীত
কালের
স্বপ্ন
এলে
নূতন
কালের
বেশে
কভু
জাগে
মনে
কভু
জাগে
মনে
আজও
যে
জাগে
নি
এ
জীবনে
গানের
খেয়া
সে
মাগে
আমার
তীরে
এসে
আমি
যে
গান
গাই
জানি
নে
সে
কার
উদ্দেশে
আমি
যে
গান
গাই
জানি
নে
সে
কার
উদ্দেশে
Attention! Feel free to leave feedback.