Shreya Ghoshal feat. Prabir Majumder - O Tota Pakhi Re - translation of the lyrics into Russian

Lyrics and translation Shreya Ghoshal feat. Prabir Majumder - O Tota Pakhi Re




তোতা পাখিরে শিখল খুলে উড়িয়ে দিব মাকে যদি এনে দাও,
তোতা পাখিরে শিখল খুলে উড়িয়ে দিব মাকে যদি এনে দাও,
আমার মাকে যদি এনে দাও।
আমার মাকে যদি এনে দাও।
ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে
ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে
সবাই বলে আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও।
সবাই বলে আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও।
তোতা পাখি রে...!
তোতা পাখি রে...!
কেউ বলে মা ভোরের বেলা চাপা বনে ফুলের মেলা
কেউ বলে মা ভোরের বেলা চাপা বনে ফুলের মেলা
ফুল তুলিয়ে কখন যেন ঠাকুর ঘরে আস।
ফুল তুলিয়ে কখন যেন ঠাকুর ঘরে আস।
ভোরের আলো ফোঁটার আগে জেগে কত খুঁজি মাকে
ভোরের আলো ফোঁটার আগে জেগে কত খুঁজি মাকে
চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশে পাশে।
চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশে পাশে।
আমাকে মা ভুলেই গেছে পাই না তাকে আর কোথাও...
আমাকে মা ভুলেই গেছে পাই না তাকে আর কোথাও...
তোতা পাখি রে...
তোতা পাখি রে...
কেউ বলে রোজ নিষধ রাতে তারাঁর দেশে আঙ্গিনাতে মা দেখা দেয়
কেউ বলে রোজ নিষধ রাতে তারাঁর দেশে আঙ্গিনাতে মা দেখা দেয়
চুপিচুপি আলো ছায়ার মাঝে।
চুপিচুপি আলো ছায়ার মাঝে।
রোজেই ভাবি জেগে থাকি মা কি আমায় দেবে ফাঁকি
রোজেই ভাবি জেগে থাকি মা কি আমায় দেবে ফাঁকি
কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে।
কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে।
পাখি তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও...
পাখি তুমি আমার মায়ের কাছে নিয়ে যাও...
তোতা পাখি রে।।।।
তোতা পাখি রে।।।।





Writer(s): PRABIR MAJUMDER


Attention! Feel free to leave feedback.