Shreya Ghoshal feat. Sudhin Dasgupta - Akashe Aaj Ranger Khela Lyrics

Lyrics Akashe Aaj Ranger Khela - Shreya Ghoshal , Sudhin Dasgupta



আকাশে আজ রঙের খেলা
মনে মেঘের মেলা
হারালো সুর হারালো গান
ফুরালো যে বেলা
আমার মনে মেঘের মেলা ||
অনেক ব্যথার অনেক ঝড়ে
মনের আকাশ শুধুই ভরে
আসে না দিন বাঁজে না বীণ
নীরব অশ্রু খেলা
আমার মনে মেঘের মেলা ||
হৃদয়ে আজ বাউল বাতাস
উদাস হয়ে ফেরে
মেঘের আঁচল কেমন করে
স্বপ্নকে তার ঘেরে
চলার পথে চরণ থামে
অঝর ধারায় বাদল নামে
কোথা সে দিন ছিল রঙিন
মিলন স্বর্গ খেলা ||



Writer(s): SUDHIN DASGUPTA


Shreya Ghoshal feat. Sudhin Dasgupta - Bendhechhi Beena
Album Bendhechhi Beena
date of release
01-01-1998



Attention! Feel free to leave feedback.