Shreya Ghoshal - Ekti Katha Lyrics

Lyrics Ekti Katha - Shreya Ghoshal



তোমার মনের একটি কথা আমায় বলো বলো
তোমার নয়ন কেন এমন ছলোছলো
বনের 'পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে
সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে
শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো
আজি দিগন্তসীমা
বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা হারালো—
ছায়া পড়ে তোমার মুখের 'পরে
ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে,
অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো




Attention! Feel free to leave feedback.