Sivaji Chatterjee - Pakhira Chay Akasher Neel Lyrics

Lyrics Pakhira Chay Akasher Neel - Sivaji Chatterjee




পাখিরা চায় আকাশের নীল
কবিতা চায় ছন্দের মিল
আর আমি শুধু চাই তোমাকে
ষোড়শীর ভালবাসা চায় রাজহাঁস
শিশিরকে পেতে চায় সবুজ সে ঘাস
আর আমি শুধু চাই তোমাকে।।
মৌমাছিরা চায় মৌ ভরা ফুল
নৌকো যে পেতে চায় নদীর সে কূল।
আর আমি শুধু চাই তোমাকে।।
রাত চায় জোছনা ঝরানো সেই চাঁদ
ঘুম চায় মুছে দিতে যত অবস্বাদ।
আর আমি শুধু চাই তোমাকে।।
তুলসি তলাকে চায় সন্ধ্যার সাপ
হারানোকে ফিরে পেতে চায় পিছুডাক।
আর আমি শুধু চাই তোমাকে।।



Writer(s): Suparnakanti Ghosh


Attention! Feel free to leave feedback.