Srabani Sen - Ogo Deko Na More Lyrics

Lyrics Ogo Deko Na More - Srabani Sen




ওগো ডেকো না মোরে ডেকো না
ওগো ডেকো না মোরে ডেকো না
আমার কাজভোলা মন, আছে দূরে কোন্— করে স্বপনের সাধনা
ওগো ডেকো না মোরে ডেকো না |
ওগো ডেকো না মোরে ডেকো না
ধরা দেবে না অধরা ছায়া, রচি গেছে মনে মোহিনী মায়া
ধরা দেবে না অধরা ছায়া, রচি গেছে মনে মোহিনী মায়া
জানি না কী দেবতারি দয়া, জানি না কী ছলনা
ওগো ডেকো না মোরে ডেকো না
ওগো ডেকো না মোরে ডেকো না
আঁধার অঙ্গনে প্রদীপ জ্বালি নি, দগ্ধ কাননের আমি যে মালিনী, শূন্য হাতে আমি কাঙালিনী করি নিশিদিন যাপনা
যদি সে আসে তার চরণছায়ে বেদনা আমার দিব বিছায়ে,
যদি সে আসে তার চরণছায়ে বেদনা আমার দিব বিছায়ে
জানাব তাহারে অশ্রুসিক্ত রিক্ত জীবনের কামনা |
ওগো ডেকো না মোরে ডেকো না
ওগো ডেকো না মোরে ডেকো না
আমার কাজভোলা মন, আছে দূরে কোন্— করে স্বপনের সাধনা
ওগো ডেকো না মোরে ডেকো না |
ওগো ডেকো না মোরে ডেকো না



Writer(s): Rabindranath Tagore, Bhuddhadeb Ganguly



Attention! Feel free to leave feedback.
//}